অবৈধভাবে বালু উত্তোলন বìেধর দাবিতে মুন্সীগঞ্জে গুচ্ছগ্রামের বাসিন্দাদের স্মারকলিপি

মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্রাম ঘেঁষে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বìেধর দাবিতে স্মারকলিপি দিয়েছে গ্রামবাসী। অবৈধ বালু উত্তোলনের কারণে গজারিয়া উপজেলার আদর্শ গুচ্ছগ্রামের শতাধিক একর ফসলি জমি মেঘনার ভাঙনে হুমকির মুখে পড়েছে বলে জানান গুচ্ছগ্রামের বাসিন্দারা।

গত বুধবার বেলা ১১টায় রমজানবেগ আদর্শ গুচ্ছগ্রামের ২৪ জন নারী-পুরুষের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক মো: আজিজুল আলম ও জেলা পুলিশ সুপার শফিকুল ইসলামের কাছে পেশ করা হয়। এর আগে শতাধিক নারী-পুরুষ জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয়তলায় সম্মেলন কক্ষের বারান্দায় গুচ্ছগ্রামের বাসিন্দারা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টা অবস্খান করে। স্খানীয় সংসদ সদস্যের কাছে অবস্খান গ্রহণকারী নারী-পুরুষ মেঘনায় অবৈধ বালু উত্তোলনের ফলে তাদের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ার বিবরণ তুলে ধরেন।

আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা মোতালেব, শাহজাহান ও নুরজাহানের দাবি­ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন চরহোগলা গ্রামের বালু খেকো নাসির মেম্বারের লোকজন মেঘনা নদীতে গুচ্ছগ্রাম ঘেঁষে অবৈধ বালু উত্তোলন করছে।

[ad#co-1]

Leave a Reply