মহাজোট সরকারের আমলে বিএনপি কর্মীদের গ্রামছাড়া হতে হয়নি

মুন্সীগঞ্জে এমপি ইদ্রিস
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এম ইদ্রিস আলী এমপি বলেছেন, চারদলীয় জোট সরকারের আমলে মুন্সীগঞ্জে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রাম থেকে তাড়িয়ে দিলেও মহাজোট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের গ্রাম থেকে বিতাড়িত হতে হয়নি। তারা আ’লীগ সরকারের আমলে গ্রামেই রয়েছে। তাই তিনি এলাকার উন্নয়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সোমবার মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলীয়া বাজার জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রসত্মর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আধারা ইউনিয়ন আ’লীগ সভাপতি মোতালেব মাস্টারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনছুর আহমেদ কালাম, আ’লীগ নেতা সামছুল কবির, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রিপন মাহমুদ প্রমুখ।

[ad#co-1]

Leave a Reply