বখাটেদের হাতে ছাত্রীদের নিরাপত্তাহানিতে শিক্ষামন্ত্রীর উদ্বেগ

প্রতিরোধের আহ্বান
দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বখাটে-সন্ত্রাসী কর্তৃক ছাত্রীদের নিরপত্তাহানি হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতিরোধে এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে মন্ত্রী বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সমাজের সব শ্রেণীপেশার মানুষের প্রতি ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলনে শরীক হয়ে তা আরও জোরদার করার আহ্বান জানাচ্ছি।

শিক্ষামন্ত্রী বিবৃতিতে আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিপথগামী বখাটে-সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন ব্যাপক জনমত গঠন ও প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন কর্মসূচি এগিয়ে চলেছে, তখনও বখাটে-সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে ছাত্রীদের ওপর নানা ধরনের নিপীড়ন ও চাপ সৃষ্টি করছে। সমাজের এ সব সমাজবিরোধী সন্ত্রাসীদের অত্যাচার ও চাপের ফলে গত বুধবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী গ্রামের স্কুলছাত্রী সিনথিয়া আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সেই সন্ত্রাসীর নাম, পরিচয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্কুলের শিক্ষার্থীদের আন্দোলন এবং এলাকাবাসীর ক্ষোভ জাতীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে। গত দু’দিন পূর্বে ফেনীতে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বখাটে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটির সদস্য ও শিক্ষকদের ওপর হামলা হয়েছে। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বখাটেদের নানা অপকর্ম এমনকি ছাত্রীদের বাবা-মা ও পরিবারের ওপর চাপ ও হামলায় সিলেট শহরের বালুচরে বাড়িতে ঢুকে ছাত্রীর বাবাকে হত্যা করা হয়েছে। আমরা এ সব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব বখাটে সন্ত্রাসী অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করার জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

[ad#co-1]

Leave a Reply