দুটি কারখানাকে ৭৭ লাখ টাকা জরিমানা

মেঘনা নদীদূষণের দায়ে মুন্সিগঞ্জের গজারিয়া এলকার দুটি শিল্পকারখানাকে ৭৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রপ্তানিমুখী টেক্সটাইল মিল সিকোটেক্স ডাইংকে ৬৭ লাখ টাকা ও আধুনিক পেপার মিলসকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে গত শনিবার এ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, সিকোটেক্স ডাইং নামক কারখানাটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) সম্পূর্ণ অকার্যকর রয়েছে। ফলে কারখানাসৃষ্ট রাসায়নিকমিশ্রিত দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় খালে প্রবাহিত হয়ে মেঘনা নদী দূষিত করছে। কারখানাটিকে ২০০৯ সালে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছিল। কারখানাটি থেকে এখন পর্যন্ত আড়াই লাখ ঘনমিটার দূষিত তরল বর্জ্য নির্গমনের প্রমাণ পাওয়া গেছে।

আধুনিক পেপার মিলস নামক কারখানায় অভিযান চালিয়ে দেখা যায়, পরিবেশ ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে টিডিএস ও টিএসএস ট্যাঙ্ক নির্মাণ না করে কারখানাসৃষ্ট দূষিত বর্জ্য অপরিশোধিত অবস্থায় খালে ফেলা হচ্ছে।

[ad#co-1]

Leave a Reply