বিএনপির ইফতার পার্টির প্রাধান ফটকে তালা! নক করতেই ভেতর থেকে বলা হচ্ছে ৬ টার পরে ইফাতর পার্টিতে কেউ গ্রহনযোগ্য নন। আর তাৎক্ষনাত দাওয়াত কার্ড ছিড়ে ফেলে ফের গাড়িতে চলে ফিরে গেলেন ইফতার পার্টির অতিথি বজ্রযোগিনী ইউপির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা তোতা মিয়া। বুধবার ইফতার করতে গিয়ে একই অবস্থার শিকার দৈনিক যায় যায় দিনের মুন্সিগঞ্জ প্রতিনিধি শহীদ-ই- হাসান তুহিন এই দৃশ্য বর্ণাণা করে বলেন, “সাংবাদিকসহ এমন বিব্রতকর অবস্থায় পড়েন শতাধিক আমন্ত্রিত অতিথি। যে লজ্জাকর অবস্থাটি ভাষায় প্রকাশ করারমত নয়”
মুন্সিগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা বিএনপি বুধবার সন্ধ্যায় শহরের উপকন্ঠ মুক্তারপুরস্থ জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মালিকানাধীন বিক্রমপুর মাল্টি পারপার্স কোল্ড ষ্টোরেজে ইফাতারপার্টির আয়োজন করে। এব্যাপারে আয়োজকদের সঙ্গে দফায় দফায় চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
[ad#co-1]
Etodine bangali ekti kamer kam koreche / somoy ke jara pradhanno dite parena , somoy mene chole na tader ke ei vabe shikkha dite hoy / Ifter soho je kono ayojone emoni howa uchit