সোমবার দুপুরে সদর উপজেলার সিপাহী পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিক্রমপুর ক্লিনিকের সুপারভাইজার আহসানুল্লাহ খান হাসান (৪৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বন্ধ হয়ে গেছে বিক্রমপুর ক্লিনিক। সিপাহী পাড়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, রবিবার বিক্রমপুর ক্লিনিকের মালিকের ছেলে সায়েমের সাথে সুপারভাইজার আহসানুল্লাহ খান হাসানকে চর দেয়। এতে উভয় পক্ষে বিবাদ বেধে যায়। ক্লিনিকের মালিকের মোশাররফ হোসেন সোমবার সন্ধ্যায় বিচার করার প্রতিশ্র“তি দিলে পরিস্থিতি তখন শান্ত হয়।
পরে সোমবার সকালে হাসান সায়েমের বাড়িতে যায়। এর কিছুক্ষন পরে হাসানের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখে সায়েমের ভাড়া বাসার সিড়িতে হাসান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে ঢাকা পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তাৎক্ষনিকভাবে হত্যার সঠিক কারণ বলা যাচ্ছেনা বলে ওসি জানান। সায়েম পলাতক রয়েছে। ২ মেয়ে ১ ছেলের জনক হাসান মৃত নুর মোহাম্মদ খানের পুত্র ।
মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
০৬.০৯.১০
[ad#co-1]
Leave a Reply