মুন্সিগঞ্জে বিচারক আদেশ দিলেও গ্রেফতারী পরোয়ানা জারি হয়নি আসামীরা জামিনে!

জজ কোর্টের সেরেস্তাদারকে শোকজ
জেলা ও দায়রা জজ আদালতে আসামীদের গ্রেফতারী পরোয়ানা আদেশের ২৬ দিনেও পরোয়ানা জারি না করায় সোমবার সকালে জেলা জজ কোর্টের সেরেস্তাদার মো. নজরুলকে শোকজ করেছে জজ আদালত। সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন মামলার বাদী রাজিয়া বেগম ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নুরুজ্জামানের কাছে লিখিত অভিযোগ করলে তাৎক্ষনিক জজ কোর্টের ওই সেরেস্তাদারকে শোকজ করা হয়। আদালতের পরোয়ানা জারি না হতেই এই মামলার আসামীরা জামিন পেয়ে যায় একই আদালতে। গত ১০ আগস্ট ওই মামলার ৫ আসামীর বিরুদ্ধে জজ কোর্টের বিচারক গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ দেন। বাদী পক্ষের অবিযোগ এতে জেলা জজের সেরেস্তাদার মো. নজরুল পরোয়ানা না পাঠিয়ে কালক্ষেপন করেন। ওই সুযোগে মামলার আসামীরা গত ২ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিন পেয়ে যান। আসামীরা জামিন পেয়ে গেলেও সোমবার সকাল ৯ টা পর্যন্ত গ্রেফতারী পরোয়ানা জারি হয়নি।

এদিকে বিচারপ্রার্থীরা অভিযোগ করেছেন মুন্সিগঞ্জ আদালতে পিয়ন-পেশকারদের দৌরাতœ বেড়ে গেছে । তারা বিভিন্ন ভাবে বিচারপ্রার্থীদের কাছ থেকে নানা অজুহাতে টাকা আদায় করছে। টাকা না পেলে তাদের কাজ না করে তাদেরকে ক্ষতিগ্রস্থ করে।

মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
০৬.০৯.১০

[ad#co-1]

Leave a Reply