আবদুর রহমান বয়াতির চোখে অস্ত্রোপচার করা হবে শিগগির। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে একদল চিকিৎসকের তত্ত্বাবধানে তার দুই চোখেই অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা খরচ বহন করছে। এদিকে দীর্ঘদিন থেকেই মূত্রনালিতেও সমস্যা হচ্ছে তার। চিকিৎসকরা জানিয়েছেন, চোখের সমস্যা ভালো হলেই মূত্রনালীতেও অস্ত্রোপচার করা হবে। অন্যদিকে তার খাওয়া-দাওয়া ও বকেয়া টাকা সংগ্রহ করতে গড়ে তোলা বয়াতির তহবিলে সাহায্য পাঠানোর জন্য আবেদন জানিয়েছে তার পরিবার। ঠিকানা- আবদুর রহমান বয়াতি সহায়তা তহবিল, অগ্রণী ব্যাংক, টিকাটুলি হাটখোলা শাখা, হিসাব নম্বর- ৩৩০১৬৬৬৬।
[ad#co-1]
Leave a Reply