শেখ আমান উল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মায়ের দোয়া স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সদর উপজেলার হাতিমারা বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হাতিমারা তরুণ সংঘকে হারিয়ে দেয়। খেলার ১২ মিনিটের সময় জামিল বিজয়ীদের পক্ষে একমাত্র গোলটি করেন স্থানীয় প্রবীন আওয়ামী লীগ নেতা জনপ্রিয় শেখ আমান উল্লাহ’র স্মৃতিকে ধরে রাখতে প্রথমবারের মত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ৪৮টি দল অংশ নেয়। ফাইনাল দেখতে মফস্বলের এই মাঠে ক্রীড়ামোদীদের ঢল নামে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলী এমপি, সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল করিম ব্যাপারী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন। সমাপনী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুর আহম্মেদ কালাম।
মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ প্রতিনিধি। ০১৯১১১৪২৬৭০
২০.০৯.১০
[ad#co-1]
Leave a Reply