মুন্সীগঞ্জে ঘূর্ণিঝড়ে ভাসানচর গ্রাম লন্ডভন্ড

মাত্র এক মিনিটের ঘূর্ণিঝড়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাসানচর গ্রাম ল-ভ- হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতের ওই ঘূর্ণিঝড়ে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাসানচর গ্রামের ১০টি ঘরবাড়ি, অর্ধশত গাছপালা বিধ্বস্ত ও গাছ চাপায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। আহত বৃদ্ধ বারেক ঢালীকে (৬৫) স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে মূষলধারে বৃষ্টি নামে। বৃষ্টি চালকালীন ওই রাতে আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে যায়। মাত্র মিনিট খানেকের ওই ঝড়ের কবলে গাছ ভেঙে পড়লে চাপা পড়েন বারেক ঢালী নামের ওই বৃদ্ধ। তাছাড়া ওই ঘূর্ণিঝড়ে সেখানকার ১০টি বসতঘরের টিনের চালা ও চারপাশের বেড়া উড়িয়ে নিয়ে যায়। এ সময় অর্ধশত গাছপালা ভেঙে মাটিতে লুটিয়ে পড়ে।

[ad#co-1]

Leave a Reply