চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ, দ্বিতীয় মুন্সিগঞ্জ

বিভাগীয় সাঁতার প্রতিযোগীতা
বিভাগীয় সাঁতার প্রতিযোগীতায় ১৭টি স্বর্ণসহ ৩১টি পদক পেয়ে কিশোরগঞ্জ চ্যাম্পিয়ন হয়েছে। বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় ১৪টি স্বর্ণসহ ৫৬টি পদক পেয়ে রানর্স আপ হয়েছে স্বাগতিক মুন্সিগঞ্জ। সোমবার ও মঙ্গলবার মুন্সিগঞ্জ সুইমিং পুলে জাঁকজমকপূর্ণ এই প্রতিযোগিতায় ১৪টি জেলার দেড় শ’ সাঁতারু অংশ নেয়। মোট ইভেন্ট ছিল ৪২টি। এর মধ্যে বালিকা গ্রুপে ২১টির ১৪টি স্বর্ণ পেয়ে মুন্সিগঞ্জ এবং এবং বালক গ্রুপে ছিল ২১টির ১৭টি স্বর্ণ পেয়ে কিশোরগঞ্জ পৃথকভাবে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। এছাড়া রাজবাড়ি ৬টি, টাঙ্গাইল ৩টি এবং ঢাকা ২টি স্বর্ণ জয় করে। নারায়ণগঞ্জ জেলা একটি মাত্র ব্রোঞ্চ জয় করে।

মঙ্গলবার বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল মিয়া, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মো. আজিজুল আলম, উপ সচিব মোফাজ্জেল হোসেন, পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান, কেইউ আকসির ও মো. আজমত হোসেন। প্রতিযোগিতা পরিচালনা করেন বিশিষ্ট সাতারু শাজাহান মিজি। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

৩১টি পদকের মধ্যে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ ১৭টি স্বর্ণ ছাড়াও রৌপ্য ৭ ও ৭টি ব্রোঞ্চ এবং রানর্স আপ মুন্সিগঞ্জ জেলা ১৪টি স্বর্ণ ছাড়াও ২১টি রৌপ্য ও ২১টি ব্রঞ্চ পদক জয় করে। এই আয়োজনকে ঘিরে ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস ও মোশারফ হোসেন খানের জেলা মুন্সিগঞ্জে উৎসব আমেজ বয়ে যায়।

[ad#co-1]

Leave a Reply