কাজী দীপু, মুন্সীগঞ্জ: গজারিয়ার ইসমানিরচর এলাকায় গত শুক্রবার রাতে নুরুল হক নামের এক সার ডিলারের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা এ সময় ব্যবসায়ী নুরুল হককে কুপিয়ে আহত করে এবং ঘরে থাকা ব্যবসার নগদ ৯ লাখ ৮০ হাজার টাকা ও ৭ ভরি স্তর্ণসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ১০/১২ জনের একদল মুখোশ পড়া ডাকাতদল দরজা ভেঙে বসতঘরে প্রবেশ করে অস্ত্রেও মুখে সকলকে জিম্মি করে ফেলে। এরপর তারা ডাকাতি শুরু করে। ব্যবসার টাকা নিতে বাঁধ দেয়ায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যবসায়ী নুরুল হককে রক্তাক্ত জখল করে চলে যায়।
Leave a Reply