গজারিয়া উপজেলার তেতুইতলা গ্রামের সিদ্দিকুর রহমান (৬০) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোববার রাতে খোকন দেওয়ান নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে শ্যামল রহমান (২৮) জানান, কোমলপানির সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে তার পিতাকে হত্যার করা হয়েছে। পুলিশ সোমবার সিদ্দিকুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, রোববার দুপুরে সিদ্দিকুর রহমান ও তার বন্ধু খোকন দেওয়ান (৫০) এক সঙ্গে সেভেনআপ নামের কোমলপানীয় পান করেন। এরপরই স্থানীয় একটি কারখানার শ্রমিক সিদ্দিকুর রহমান অসুস্থ হয়ে বিকেলে মারা যান।
[ad#bottom]
Leave a Reply