মুন্সীগঞ্জে সাবেক উপমন্ত্রীর ভাগ্নি জামাই অপহরণ, ২ ঘণ্টা পর উদ্ধার

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকা থেকে বিএনপির সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের ভাগ্নিজামাই জানে আলমকে গত শনিবার রাতে অপহরণের ২ ঘণ্টা পর আহতাবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত বালু ব্যবসায়ী জানে আলমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাতেই মকবুল হোসেনকে প্রধান আসামি করে ১৪ যুবলীগ কর্মীর নামে মামলা করেন ব্যবসায়ী জানে আলম। এরপরই পুলিশ যুবলীগ কর্মী মনির হোসেনকে গ্রেপ্তার করে। জানা গেছে, শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার মানুষের আতঙ্ক যুবলীগ কর্মী মকবুল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী খালইস্ট এলাকা থেকে জানে আলমকে অপহরণ করে ধলেশ্বরী নদীর ভেড়িবাঁধে নিয়ে যায়। সেখানে তাকে মারপিট করার পর একটি কক্ষে আটক করে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে। মেঘনা ও ধলেশ্বরী নদীতে বালুমহালের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ ঘটনার সূত্রপাত বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

[ad#bottom]

Leave a Reply