হুমায়ুন কবির খোকন: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর, সিরাজদিখান ও ঢাকা জেলার দোহার এবং নবাবগঞ্জ উপজেলা নিয়ে বিস্তৃত আড়িয়াল বিল এলাকায় সম্ভাব্য বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য স্থান চূড়ান্ত করার সুপারিশ করছে এ সংক্রান্ত কমিটি। এছাড়া দ্বিতীয় সুপারিশে রয়েছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকা। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তার দপ্তরে পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে বিমানবন্দরের সম্ভাব্য স্থানগুলোর তথ্যচিত্র তুলে ধরা হবে। এছাড়া এ বিষয়ে একটি প্রতিবেদনও প্রধানমন্ত্রীর কাছে দেয়া হবে। হেলিকপ্টারযোগে উচ্চপর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধিদল মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের এলাকা পরিদর্শন করেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর ও বিমান পরিবহন ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী, বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন এ প্রতিনিধিদলে।
বিমান মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদীর নেতৃত্বে প্রতিনিধিদল মুন্সীগঞ্জ জেলার ৩টি উপজেলা, শরীয়তপুরের জাজিরা ও মাদারীপুরের শিবপুর উপজেলা এবং ফরিদপুরের ভাঙ্গাসহ পদ্মা নদীর দক্ষিণ ও উত্তর পাড় পরিদর্শন করেন।
সচিব শফিক আলম মেহেদী জানান, প্রস্তাবিত এ বিমানবন্দরটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তুলনায় অত্যাধুনিক হবে। এখানে ৩টি রানওয়ে হবে। বিমানবন্দরের জন্য প্রস্তাবিত জমির পরিমাণ ৫ হাজার একর। ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটি নির্মাণ হবে।
এদিকে বিমানবন্দরের প্রশাসনিক কাজ দ্রুত করার জন্য সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের কাছে গত সোমবার চিঠি দিয়েছে বিমান মন্ত্রণালয়। এতে বঙ্গবন্ধু বিমানবন্দর মনিটরিং সেলের কার্যক্রম আরো জোরদার করারও নির্দেশ দেয়া হয়েছে।
[ad#bottom]
Ami er tbro birodheeta korchi / 16 koti loker ei deshe chasabad joggyo jomi nosto korar kono mane hoy na / bimanbondor je guli ache se gulikei adhunikayon kora houk /eivabe cholte thakle ekdin chas korar jomi r thakbe na /oti sigro ei siddhanto bondho kora uchit