বিদায়ের গন্ধ লেগে আছে
বিপন্ন বাতাসে বিবস্ত্র শব্দেরা ঝুলে থাকে নিশব্দে।
হ্যামেলিনের বাঁশিওয়ালার পোশাকের মত
উদ্ভট সন্ধ্যা মৌন মিছিলে ভীড় করে আছে।
স্বপ্নশঙ্খের উপর ও নখরের চিহ্ন কার
জ্বলে হায়ানার চোখ, জ্বলে অন্ধকার।
বেত ফলের খোসার মত কিছু স্মৃতি
ছড়িয়ে আছে এদিক ওদিক
বিভ্রান্ত শিকারির চোখে আনে ব্যর্থ ঝিলিক।
প্রতিশ্র“তির পেলব শরীরে কার ও তপ্ত নিশ্বাস
নামে ভিসুভিয়াস, উঠে জলোচ্ছ্বাস।
ফিরে যাওয়া পরাজিত পাখির পাখায়
জড়ায় শৃঙ্খলিত শহর।
ঢং ঢং ঘণ্টা বাজে, আসে রাত্রির শেষ প্রহর।
বিদায়ের গন্ধ লেগে আছে
কিছু মুর্তিমান কথা পড়ে আছে
শ্যাওলা জমা আদ্রতায়,
কিছু উড়ে গেছে চঞ্চল হাওয়ায়।
[ad#bottom]
Leave a Reply