প্রার্থী ১৩২
মনোনয়ন দাখিলের শেষ দিনে শনিবার মুন্সিগঞ্জ জেলার দু’টি পৌরসভার নির্বাচনে প্রার্থীরা উৎসবের আমেজে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দুটি পৌর সভায়ই আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থীসহ মোট মনোনয়ন জমা দিয়েছেন ১৩২ প্রার্থী। কোন পদেই একক প্রার্থী নেই।
জেলা সদরের ২ টি পৌরসভায় মোট ১৭ জন মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে মুন্সিগঞ্জ পৌরসভায় ১০ জন মেয়র পদে মনোনয়ন জমা দেন। কাউন্সিলর পদে ৫৭ ও মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়ন জমা দিয়েছেন। মেয়র প্রার্থীরা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের সভাপতির পুত্র কেন্দ্রীয় যুবলীগ নেতা ফয়সাল আহমেদ বিপ্লব, বিএনপির এ কে এম ইরাদত মানু, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও বর্তমান পৌর মেয়র এ্যাডভোকেট মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, শহর আ’লীগের সাধারন সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল, মো. সনুল ইসলাম, মো. মোশারফ হোসেন ও মুহাম্মদ আরিফুর রহমান। মিরকাদিম পৌরসভায় মেয়র পদে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ৩৭ ও মহিলা কাউন্সিলর পদে ৭ জন মনোনয়ন দাখিল করেন।
মেয়র প্রার্থীরা হচ্ছেন- বর্তমান পৌর মেয়র বিএনপির মোহাম্মদ হোসেন রেনু, আওয়ামী লীগের আনোয়ার হোসেন মুক্তার, বিএনপির আলহাজ হাফিজুল্লাহ মন্টু মাস্টার, বিএনপির মিজানুর রহমান, শহিদুল ইসলাম শাহীন, হাজী আব্দুস সালাম ও হাজী ফারুক আহম্মেদ মোল্লা। এসব তথ্য দিয়ে রিটার্নি অফিসার এসএম মাহাফুজুল হক জানান, শান্তিপূর্ণ ভাবে এই মনোনয়ন পত্র জমা সম্পন্ন হয়েছে।
[ad#bottom]
Leave a Reply