গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় হত ১

রবিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার দঁড়িবাউশিয়া নামকস্থানে মোটরবাইক চাপায় পথচারী মো. হেলাল (৩৮) নিহত হয়েছে। সে স্থানীয় মনাইকান্দি গ্রামের তারা মিয়ার পুত্র। গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, দাউদকান্দি থেকে ঢাকাগামী মোটরবাইকটি পথচারীকে চাপা দিয়ে দুর্ঘটনায় পতিত হয়। বাইক চালক আহত রাইসুল আলমকে(৩০) ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাইকটি পুলিশ আটক করেছে।

বিক্রমপুর সংবাদ
————————–

মোটরসাইকেল চাপায় নিহত ১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মোটরসাইকেল চাপায় একজনের মৃত্যু হয়েছে। আহত হন ওই মোটরসাইকেলের চালক।

রোববার রাতে দঁড়িবাউশিয়া এলাকায় এ ঘটনায় নিহত হন মো. হেলাল (৩৮)। তিনি উপজেলার মনাইকান্দি গ্রামের তারা মিয়ার ছেলে।

আহত রাইসুল আলমকে (৩০) ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গজারিয়া থানার ওসি আরজু মিয়া বলেন, মোটরসাইকেলটি দাউদকান্দি থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাইকটি পুলিশ আটক করেছে।

[ad#bottom]

Leave a Reply