মুন্সিগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

বয়সের কারণে মুন্সিগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ প্রার্থীর এবং ঋন খেলাপীর কারণে মিরকাদিম পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। মুন্সিগঞ্জের রির্টানিং অফিসার এসএম মাহফুজুল হক মুন্সিগঞ্জের ২ পৌরসভার প্রার্থীদের মনোনয়ন বাছাই শেষে মঙ্গলবার রাতে এই তথ্য জানান। মাত্র ১৩ দিন কম হওয়ার কারণে বাদ পড়েছে মুন্সিগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ৩ নং ওয়ার্ডের প্রার্থী রেশমা পাঠান। বয়স কম থাকার একই কারণে বাদ পড়েছেন এই পৌরসভার ২নং ওয়ার্ডের রোকেয়া আক্তার।

এদিকে ঋন খেলাপীর কারণে মিরকাদিম পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুল ইসলাম জাহাঙ্গীর। স্থানীয় ব্র্যাক ব্যংকে তার ঋণের টাকা খেলাপী রয়েছে।

বাছাইয়ের পর দুই পৌরসভায় বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৯। এর মধ্যে মুন্সিগঞ্জ পৌরসভায় ১০ ও মিরকাদিম পৌরসভার ৭জন মেয়র প্রার্থীই বৈধ হিসাবে তালিকায় নাম লিখিয়েছে। বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে ২২, ২৩ ও ২৬ ডিসেম্বর। আপিল নিস্পত্তি হবে ২৭ থেকে ৩০ ডিসেম্বর । পয়লা জানুয়ারী মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য রাখা হয়েছে। ২ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি।

[ad#bottom]

Leave a Reply