শ্রীনগরে আড়িঁয়াল বিল রক্ষায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ

জান্নাতুল ফেরদৌসৗ, মুন্সীগঞ্জ: বঙ্গবন্ধু আর্ন্তজাতিক বিমান বন্দর ও শেখ মুজিব সিটি নির্মানের প্রতিবাদে দেশের অন্যতম শষ্য ও মৎস ভান্ডার হিসেবে খ্যাত মুন্সীগঞ্জের আড়িঁয়ল বিলের লক্ষাধিক জন সাধারন ফুঁসে উঠেছে। বুধবার শ্রীনগরের বাড়ৈখালী এলাকায় আড়িঁয়ল বিলের জন সাধারন শত বছরের ফসলি জমি ও বাপ দাদার বসতভিটে রক্ষার্থে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে ঘোষনা দেয়া হয়েছে কঠোর আন্দোলনের। তাছাড়া শ্রীনগর উপজেলার ১০ টি গ্রামের স্বমন্বয়ে গঠন করা হয়েছে “আড়িঁয়ল বিল রক্ষা কমিটি”। বাড়ৈখালী গ্রামের শাহজাহান বাদলকে সভাপতি করে প্রত্যেক গ্রামের ১০ জন নারী-পুরুষের স্বমন্বয়ে ওই কমিটি গঠিত হয়। বুধবার বিকেলে আড়িঁয়ল বিল রক্ষা কমিটির আয়োজনে বাড়ৈখালী উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করা হয়। এর আগে হাজার হাজার নারী-পুরুষ মানববন্ধন রচনা করে। মানববন্ধন শেষে বাড়ৈখালী বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-মাওয়া মহাসড়কের মোড় পর্যন্ত প্রদক্ষিন করে পুনরায় বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এখানে এক সমাবেশে আড়িঁয়ল বিল রক্ষা কমিটির সভাপতি শাহজাহান বাদলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্ততা করেন, জিয়াউর রহমান জিয়ান, রজ্জব আলী দেওয়ান, খলিলুর রহমান, ফরহাদ হোসেন, আব্দুস সাত্তার, আব্দুল মালেক প্রমুখ। অপরদিকে, সমাবেশে আড়িঁয়ল বিল রক্ষা কমিটি আন্দোলনের ঘোষনা দিয়েছে। ঘোষনা অনুযায়ী আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে তারা। এছাড়া আগামী ২৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ ও ঢাকা-দোহার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

বিডি রিপোর্ট ২৪

[ad#bottom]

Leave a Reply