যুদ্ধকালীন তিন থানার বিএলএফ কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা শহীদুল আলম সাঈদের স্ত্রী জাহানারা সাঈদ (৫২) রবিবার সন্ধ্যায় ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শহরের রন্সস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…রাজিউন)। তিনি এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও যুদ্ধকালীন ঢাকা বিভাগীয় কমান্ডার আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ইকবাল হোসেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক তানভীর হাসান গভীর শোক জানিয়েছেন। জাহানারা বেগম মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও এনটিভির স্টাফ রিপোর্টার সালেহীন তুহিনের ছোট চাচী।
[ad#bottom]
Leave a Reply