সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে নতুন কর্তৃপক্ষ # সম্ভাব্য ব্যয় ৫০ হাজার কোটি টাকা
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ নিজে তদারক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর নাম হবে ‘বঙ্গবন্ধু বিমানবন্দর কর্তৃপক্ষ’। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর চেয়ারম্যান হবেন। ভাইস চেয়ারম্যান থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কর্তৃপক্ষ গঠনের বিষয়ে পাঠানো সারসংক্ষেপে চলতি মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন বিমানবন্দর কর্তৃপক্ষের সদস্য হিসেবে থাকবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী, প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, সেনাপ্রধান এবং বিমানবাহিনী প্রধান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যর্টন মন্ত্রণালয়ের সচিব থাকবেন সদস্যসচিব। উচ্চক্ষমতাসম্পন্ন এই কর্তৃপক্ষের সদস্য মোট কত হবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি যমুনা সেতু কর্তৃপক্ষের আদলে সচিব অথবা অতিরিক্ত সচিব মর্যাদার একজন নির্বাহী পরিচালক থাকবেন এই কর্তৃপক্ষের। নির্বাহী পরিচালকের অধীনে অন্য পদাধিকারীরা দৈনন্দিন কাজকর্ম করবেন।
ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার এবং শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য ইতোমধ্যে ২৫ হাজার একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) এই বিমানবন্দর নির্মাণ হবে। এ জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা।
সূত্রে জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাজে ধীরগতির কারণে সংশ্লিষ্টদের ওপর সরকারের নীতিনির্ধারকরা অসন্তুষ্ট। অথচ বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক বিমানবন্দর করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওপর ভরসা না রেখে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত হয়েছে। ১২ ডিসেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং সচিব এ-সংক্রান্ত সারসংক্ষেপে স্বাক্ষর করেন। ১৩ ডিসেম্বর এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব শফিক আলম মেহেদী বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক বিমানবন্দর হবে_ এটি সবারই গর্বের বিষয় হওয়া উচিত। আর এই বিমানবন্দর নির্মাণকাজ দ্রুত শুরু ও শেষ করার ক্ষেত্রে কোনো ফাঁকফোকর রাখতে চান না তারা। তাই মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে নতুন কর্তৃপক্ষ গঠনের বিষয়টি বিবেচনাধীন আছে। শীঘ্রই এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রকাশ্য ঘোষণা দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, একই সংস্থার হাতে বিমানবন্দরের নিয়ন্ত্রণ, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাখতে চাচ্ছে না সরকার। সরকারের নীতিনির্ধারকরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নিয়েও এমনটি ভাবছেন। আর এ জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে তদারকির কাজে রেখে নির্মাণকাজের দায়িত্বে বিশেষ কর্তৃপক্ষ গঠনের চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।
২০১৮ সালের মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শেষ করার পরিকল্পনা আছে বর্তমান সরকারের।
প্রসঙ্গত, বিমানবন্দরের জন্য প্রস্তাবিত আড়িয়ল বিলের কোথাও কোথাও এখনো পানি আছে। তবে অনেক স্থানে বর্তমানে আলুর চাষও হচ্ছে। প্রাথমিকভাবে অবশ্য ১০ হাজার হেক্টর জমি অধিগ্রহণ করবে সরকার। এই অঞ্চলে জনবসতি কম। এ জন্য পুনর্বাসনব্যয়ও কম হবে বলে সূত্রে জানা গেছে। পাশাপাশি ভূমি অধিগ্রহণেও ব্যয় কম হবে। পরিবেশবিদদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিমানবন্দর নির্মাণ হলে পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়বে না।
আরিফুর রহমান
বাংলাদেশ প্রতিদিন
[ad#bottom]
Leave a Reply