কাজী দীপু মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে একগুচ্ছ সহোদর মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। জানা গেছে, মুন্সীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে সহোদর দুই ভাই প্রার্থী। মুন্সীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন কোর্টগাঁও এলাকার আনু হোসেন মুন্সী। তার ভাই জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে। একইভাবে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক ফরহাদ হোসেন আবির কাউন্সিলর ও তার ভাই যুবলীগ নেতা আরিফুর রহমান আরিফ মেয়র প্রার্থী হয়েছেন। শহর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও তার ভাই বজলু রহমান পৌরসভার ৮নং ওয়ার্ডে এবং ৩ নং ওয়ার্ডে মকবুল হোসেন ও আনোয়ার হোসেন দু’ভাই কাউন্সিলর প্রার্থী হয়েছেন। ৯ নং ওয়ার্ডে সহোদর দু’ভাই কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই ভাইয়ের মধ্যে কাউন্সিলর প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব না মিটায় বড় ভাই পিয়ার হোসেন ও ছোট ভাই জাকির হোসেন কাউন্সিলর পদে প্রার্থী হয়ে নির্বাচনি মাঠে নেমেছেন।
[ad#bottom]
Leave a Reply