মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের আড়িয়াল বিলে দ্রুত বঙ্গবন্ধু আর্ন্তজাতিক বিমানবন্দর করার দাবি জানিয়েছেন ঢাকাস্থ মুন্সিগঞ্জ বিক্রমপুর ছাত্র কল্যাণ সমিতি। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানায়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা বলেন, বঙ্গবন্ধু আর্ন্তজার্তিক বিমানবন্দর বাস্তবায়নের বিরোধিতা করে মুন্সিগঞ্জের একটি মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়িয়াল বিলে বিমানবন্ধর নির্মাণে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুন্সিগঞ্জবাসী।
তারা বলেন, বিমানবন্দর স্থাপনে কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।
সমাবেশে আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় আড়িয়াল বিলের মাওয়া সড়কে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি এম আব্দুর রহমান জীবন, সাধারণ সম্পাদক এস এম মহসিন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সভাপতি ড. মনিরুজ্জামান ভূইয়া, সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট গোলাম সারোয়ার কবির প্রমুখ।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
[ad#bottom]
Leave a Reply