মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ থেকে:প্রতীক বরাদ্দের পর থেকে মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। এ নির্বাচনে মুন্সিগঞ্জ পৌরসভা থেকে ৬ জন মেয়র পদে ও মিরকাদিম পৌরসভা থেকে ৫ জন মেয়র পদে প্রার্থিরা নির্বাচন করছেন। বর্তমান মেয়র এ নির্বাচনে প্রার্থি হয়েছেন। কিন্তু এ নির্বাচনে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই বলে ভোটাররা আশংকা করছেন। মেয়র পদে এ নির্বাচন ত্রিমুখি হাড্ডাহাড্ডি লড়াই হবে। এ নির্বাচনে মেয়র পদে অনেক নতুন মুখ এসেছে। আগামী ১৭ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
মুন্সিগঞ্জ পৌরসভায় সবচেয়ে আলোচিত নতুন মুখ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিরাপত্তা অফিসার ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে আলহাজ্ব ফয়সাল আহমেদ বিপ্লব। তার প্রতিক হচ্ছে দেয়াল ঘড়ি। বিপ্লব কেন্দ্রীয় যুবদলীগের রাজনীতির সাথে জড়িত। সেক্ষেত্রে তিনি মহাজোটের মেয়র প্রার্থির বিপক্ষে বিদ্রোহী প্রার্থি হিসেবে নির্বাচন মাঠে নেমেছেন। এ নির্বাচনে তিনি বিজয়ী হতে না পারলে দল থেকে বহিস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাবার রাজনৈতিক পদবীর প্রভাবের কারণে এ নির্বাচনে সে সবচেয়ে শক্তিশালী প্রার্থি। বাবার রাজনৈতিক ইমেজের কারণে তার এ নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নির্বাচনে বিপ্লব নতুন মুখ।
বর্তমান মেয়র, জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও মহাজোটের প্রার্থি হচ্ছেন এডভোকেট মজিবুর রহমান। তার প্রতিক হচ্ছে আনারস। রাজনৈতিক ঠিকবাজির কারণে তিনি এ পৌরসভায় তিনতিনবার মেয়রের চেয়ারে বসেছেন। পিপলস পার্টীর রাজনীতির সাথে জড়িত থাকার সময় তিনি প্রথম ও দ্বিতীয়বার অল্প সময়ের জন্য মেয়র হন। এরপর স্বৈরাচার এরশাদ সরকারের সময় তিনি পিপলস পার্টীর রাজনীতি ছেড়ে জাপায় চলে যান। পরে তিনি আবার বিএনপির রাজনীতিতে ফিরে আসেন। এর ফলে তিনি তৃতীয়বারের মতো চারদলীয় সরকার বিএনপির সময় মেয়র হন। তখন তিনি শহর বিএনপির সভাপতি ছিলেন। ২০০৭ সালের নবম জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি বিএনপি ছেড়ে আবার জাপায় ফিরে যান। মেয়েলি ঘটনায় তার ইমেজ সংকট দেখা দিয়েছে। এ নির্বাচনে এর প্রভাব পড়ার সম্ভাবনা আছে। এ নির্বাচনে যদি তিনি বিজয়ী হন। আর যদি পরে রাস্ট্রীয় পর্যায় বিএনপি সরকার গঠন করে। সেই সময় রাজনীতির ঠিকবাজিতে তিনি বিএনপিতে ফিরে যেতে পারেন বলে মহাজোটের ভোটররা আশংকা করছেন। সেই কারণে তিনি মহাজোটের প্রার্থি হলেও এসব ভোটারদের ভোট নাও পেতে পারেন।
পৌরসভার ওয়ার্ড ও শহর কমিটি মহাজোটের এ প্রার্থিকে পছন্দ করছেন না। আঞ্চলিক রাজনীতির গ্রুপিংয়ের কারণে মহাজোটের এ প্রার্থির ভরাডুবির আশংকা করছেন ভোটররা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিরাপত্তা অফিসার ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের ছোট ভাই মুন্সিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস ভাতিজার বিপক্ষে মহাজোটের প্রার্থিকে সমর্থন করছেন। কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ. প্রচার সম্পাদক মৃনাল কান্তি দাস ও আনিসুজ্জামান আনিসের অনুরোধে ও দল থেকে বহিস্কারের ভয়ে মহাজোটের প্রার্থিকে সমর্থন করে শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন কল্লোল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আব্দুল কাদির মোল্লা ও আরিফুর রহমান আরিফ মেয়র পদ থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। কিন্তু মাঠ পর্যায়ে মহাজোটের প্রার্থির পক্ষে তারা কাজ করবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নতুন মুখ হিসেবে এ নির্বাচনে প্রার্থি হয়েছেন শহর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু। তার প্রতিক হচ্ছে দোয়াত কলম। এ নির্বাচনে বিএনপির ভোট ব্যাংকই তার ভরসা। অন্য ভোটারদের কাছে ভোট প্রাপ্তির সেই রকম ইমেজ তার নেই।
৮০’ দশকের তোখুর ছাত্র নেতা সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রদলের প্রথম ভিপি নুরুল ইসলাম মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন। তার প্রতিক হচ্ছে তালা।
কেন্দ্রীয় যুবদল নেতা ফখরুজ্জামান মিল্লাদ মেয়র পদে নির্বাচন করছেন। তার প্রতিক হচ্ছে চশমা। স্বতন্ত্র প্রার্থি হাজি মো. মোশারফ হোসেন এ নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি আওয়ামী সমর্থক। তার প্রতিক হচ্ছে টেলিভিশন।
[ad#bottom]
Dol Moter urdhe uthe Sorbodik bibechonay A K M Iradot Hossain Manu Munshigonj Pourosovar Chairman howar upojukto / Munshigonj basir uchit Manu kei joyukto kora