কাজী সোহাগ ও রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: শেষ পর্যন্ত মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিরোধিতাকারীদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসনসহ সরকার সমর্থক নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। তবে বিরোধিতাকারীরা এখনও অনড় অবস্থানে। তাদের একটিই দাবি ঐতিহ্যবাহী বিলকে বাদ দিয়ে অন্য কোথাও বিমানবন্দর নির্মাণ করা হোক।
এদিকে আগামী রোববারের আগেই বিরোধিতাকারীদের সঙ্গে সমঝোতার প্রক্রিয়া অনেকটা এগিয়ে নিতে চায় স্থানীয় প্রশাসন। এ ইস্যুতে আন্দোলন যেন আরও তীব্র না হয় সেদিকেই লক্ষ্য রাখছেন তারা। বিমানবন্দর নির্মাণের বিরোধীরা আগামী রোববার জেলার আলমপুর হোসেনতলী হাইস্কুল মাঠে সমাবেশ ডেকেছে। ওইদিন আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। এদিকে জেলার চারটি ইউনিয়নের অধিবাসীদের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলো হচ্ছে- শ্রীনগর, শ্যামসিদ্ধি, হাসাড়া ও বারইখালী। সবচেয়ে বেশি জমি এসব এলাকা থেকে অধিগ্রহণ করা হবে। সমঝোতার অংশ হিসেবে এরই মধ্যে শ্রীনগর ও শ্যামসিদ্ধি ইউনিয়নের অধিবাসীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। এতে অংশ নেন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ওই বৈঠকে তারা বিমানবন্দর নির্মাণের নানাদিক তুলে ধরেন। একই সঙ্গে প্রতিটি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে জমি অধিগ্রহণ করা হবে বলে তারা জানান।
এ প্রসঙ্গে সুকুমার রঞ্জন ঘোষ মানবজমিনকে বলেন, অধিগ্রহণের আওতায় যেসব কৃষক পড়বেন তাদের জন্য আমার সমবেদনা রয়েছে। বর্তমান বাজারমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে তাদের জমির বিনিময়ে টাকা দেয়া হবে। তিনি বলেন, বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত সরকার নিয়েছে। একজন এমপি হিসেবে ওই সিদ্ধান্তের বিরোধিতা করা নীতিগতভাবে সঠিক হবে না। সাধারণ কৃষকদের যথাযথ পুনর্বাসন করেই বিমানবন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, একটি চক্র এ নিয়ে কৃষকদের উস্কানি দিচ্ছে। তারা বলছে, কৃষকরা তাদের জমিসহ ভিটেমাটি হারাবেন। এটা ঠিক নয়। বিলের জমি ছাড়া কোন বসতবাড়ি ওই প্রকল্পের আওতায় নেয়া হবে না। উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালি বলেন, এ ইস্যুতে আন্দোলন যেন আর তীব্র না হয় সে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে বলা হয়েছে। আমরা চেষ্টা করছি, বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে সমঝোতা করতে। তাদের ঠকানোর কোন ইচ্ছা সরকারের নেই। সমঝোতায় জমির মালিকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি দাবি করেন।
এদিকে সরজমিন জমি অধিগ্রহণের আওতায় পড়বে এমন কৃষকদের সঙ্গে কথা বলে এ দাবির সত্যতা পাওয়া যায়নি। শ্রীনগরের আলমপুর গ্রামের কৃষক আউয়াল মাঝি, শরীফ, মনোয়ারা বেগম, চায়না, মনোরঞ্জন মণ্ডল বলেন, কোন সমঝোতা নয়। শরীরের একবিন্দু রক্ত থাকতে বাপ-দাদার জমি ছাড়া হবে না। সরকার যদি জোর করে নিয়ে যায় তাহলে অন্যকথা। তারা বলেন, সমঝোতার জন্য আমাদের বলা হয়েছে ন্যায্যমূল্যে জমি কিনবে। কিন্তু আমরা তো জমি বিক্রি করবো না। সরকার নগদ যে টাকা দেবে তা দিয়ে কি করবো? টাকা তো স্থায়ী সম্পদ নয়। আমরা কষ্ট করে জমি আবাদ করে সংসার চালাই। প্রায় ৫০ হাজার কোটি টাকা বাজেটের আধুনিক এই বিমানবন্দরের জন্য আড়িয়াল বিলের ২৫ হাজার একর জমি অধিগ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১০ হাজার ৮৯৫ একর জমি। ১৪টি মৌজার এই জমির ক্ষতিগ্রস্তদের সংখ্যা প্রায় দেড় লাখ। এছাড়া, ঢাকার দোহার উপজেলার ৭টি মৌজায় রয়েছে ৭ হাজার ১৮৮ একর ভূমি। বাকি জমি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৮টি মৌজায়। তবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার আড়িয়াল বিলের কিছু অংশ পড়লেও বেশি বসতি থাকায় তা বাদ দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিলের বাইরে অন্য কোথাও জমি অধিগ্রহণ করা হবে না।
[ad#bottom]
Leave a Reply