আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ প্রস্তুতি চলতি মাসেই শেষ হবে

সাইফুল ইসলাম তালুকদার: গতকাল বিমান ও পর্যটন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে, প্রকল্প এলাকায় খাস জমি চিহ্নিতকরণ ও অবৈধ দখলমুক্ত করা এবং জমি অধিগ্রহণের কাগজপত্র তৈরি করাসহ নানা বিষয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ঢাকা ও মুন্সীগঞ্জের জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। যেসব জমি অধিগ্রহণ করতে হবে তার দাম কি হবে এবং ক্ষতিগ্রস্তদের কীভাবে ক্ষতি পুষিয়ে দেয়া যাবে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হলেও গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে গঠিত অপর একটি কমিটি কাজ করছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ’ গঠনসহ প্রয়োজনীয় প্রস্তাবনা তৈরি করতে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তার অবগতির জন্য খসড়া প্রস্তাবনা পেশ করা হতে পারে। চলতি অর্থবছরেই প্রধানমন্ত্রী যাতে আনুষ্ঠানিকভাবে বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন সে লক্ষ্যেই এগোচ্ছে কাজ।

এসব বিষয়ে জানতে চাইলে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদি জানান, প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন। এ স্বপ্ন বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। দ্রুত গতিতে প্রস্তুতি এগিয়ে চলছে। প্রস্তুতি নিচ্ছে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। তিনি আশা করেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকতেই আড়িয়াল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকাজ অনেক দূর এগিয়ে যাবে।

[ad#bottom]

Leave a Reply