মুন্সিগঞ্জের ২টি পৌরসভায় ভোট গ্রহণ সম্পন্ন

অপ্রসস্থ জায়গায় সংখ্যাতিরিক্ত বুথ স্থাপনে ভোটারদের ভোগান্তি
মোহাম্মদ সেলিম, মুন্সিগঞ্জ থেকে: মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভায় উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। তবে শহরের গণসনদ হল, হাজি সুবেদালী প্রাথমিক বিদ্যালয় এবং মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অপ্রসস্থ সংকীর্ণ জায়গায় বুথ স্থাপন করায় ভোটারদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়। এতে নারী পুরুষ ভোটাররা অস্বস্থি প্রকাশ করে। এছাড়া অধিকাংশ অনভিজ্ঞ ভোটার ভোটদানের স্লিপ যথাযথভাবে ভাজ করতে না পারায় বাড়তি সময় নষ্ট হয়। শীত উপেক্ষা করে সকাল ৮টা থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। মুন্সিগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৭টি ভোট কেন্দ্রে ১শ ৪টি ভোটকক্ষে মোট ৪১ হাজার ৫৫ জন ভোটার তাদের মধ্যে মহিলা ভোটার ২০ হাজার ২শ ৭২ পুরুষ ভোটার ২০ হাজার ৭শ ৮৩টি।

অপরদিকে মিরকাদিম পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্রে ৬৬ টি ভোট কক্ষে মোট ৩০ হাজার ৪শ ৩২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবে। এদের মধ্যে মহিলা ভোটার ১৪হাজার ৮শ ২১টি পুরুষ ভোটার ১৫ হাজার ৬শ ১১টি। নির্বাচন সুষ্ঠ করতে প্রশাসন থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতয়েন করা হয়েছে সেনাবাহিনী ও র‌্যাবের বিশেষ টহল টিম। কোথাও কোন অপ্রিতিকর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। মুন্সিগঞ্জ পৌরসভায় ৬জন মেয়র প্রার্থী নির্বাচন করছেন এবং মিরকাদিম পৌরসভায় ৫জন মেয়র পদে নির্বাচন করছেন। মুন্সিগঞ্জ পৌরসভার চরশিলমন্দি ভোটকেন্দ্রে ২নং মহিলা বুথে ৩০ মিনিট পর ব্যালট পেপার সাপ্লাই দেয়ায় মহিলা ভোটারদের ভোগান্তিতে পড়তে হয়েছে। অপরদিকে পাঁচঘড়িয়া কান্দি কেন্দ্রে ভোটারদের ওপেন সিল মারতে দেখা গেছে। পরে সার্কেল এস.এস.পির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ৮নং ওয়ার্ডের দক্ষিণ ইসলাপুরস্থ যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে সকালে দুইজন কাউন্সিলের মধ্যে উত্তেজনা বিরাজ করলে হাতা হাতি হয় এবং কিছূ সিল মারার অভিযোগ উঠে। এতে ২জন আহত হয়। এ ঘটনার পর সাবেক এম.পি আব্দুল হাইকে ঐ কেন্দ্রের বাহিরে অবস্থান করতে দেখা যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় দ্রুত ভোটাররা ভোট প্রদান করতে না পারায় ভোটদানে দীর্ঘ সময় লাগে এবং অনেকে বিরক্ত হয়ে ভোট না দিয়ে বাড়িতে চলে যেতে দেখা যায়।

বিক্রমপুর সংবাদ
———————————————–

মুন্সীগঞ্জের দুইটি পৌরসভায় শান্তিপূর্ন নির্বাচন সম্পন্ন

জান্নাতুল ফেরদোসৗ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের দুইটি পৌরসভায় সোমবার সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ভোট গ্রহণ নিশ্চিত করতে ভোট কেন্দ্র গুলোতে প্রশাসনের অব্যবস্থাপনা থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে ভোটাররা দুর্ভোগের মধ্যে পড়েন। মুন্সীগঞ্জ ও মিরকাদিম পৌরসভার প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রগুলোকে নিরাপদ রাখতে সার্বক্ষনিক আর্মড পুলিশ, পুলিশ ও আনসার মোতায়েন ছিল। এছাড়া সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স পর্যায়ক্রমে ভোট কেন্দ্র ও আশপাশগুলোতে দিনভর টহল অব্যাহত রেখেছিল। দুইটি পৌরসভার বেশীর ভাগ কেন্দ্রে সময় মতো ভোট গ্রহণ সম্পন্ন হলেও প্রশাসনের অববস্থাপনায় মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শেষ হয় নির্ধারত সময়ের এক ঘন্টা পরে। এছাড়া এই কেন্দ্রে কিছু জাল ভোট প্রদানেরও অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন দেখা গেছে, মুন্সীগঞ্জ পৌরসভার যোগনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে শত শত মহিলা ভোটাররা লাইনে দাড়িয়ে থাকলেও তারা অব্যবস্থাপনার কারনে ভোট দিতে পারছে না। এমনকি কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা কৌশলে জাল ভোট প্রদান করছে। এই কেন্দ্রে ৩ হাজার ২’শ ৫৮ ভোটারের মধ্যে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ২৭’শ ভোট কাষ্ট হয়েছে বলে দাবী করেন প্রিজাইডিং অফিসার আব্দুল আলীম। পরে স্থানীয় কাউন্সিলর প্রার্থীদের অভিযোগ পেয়ে জেলা প্রশাসক মো. আজিজুল আলম, নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ওই কেন্দ্রে গিয়ে অব্যবস্থাপনা দুর করার চেষ্টা চালান এবং নতুন করে দুটি বুথ বসিয়ে মহিলা ভোটারদের ভোট গ্রহণ করেন। এতে ওই কেন্দ্রে ভোট শেষ হওয়ার নির্ধারিত সময়ের এক ঘন্টা পর বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করেন। এদিকে এই অব্যবস্থাপনা বিষয়য়ে জানতে চাইলে ও ছবি তোলার সময় জেলা প্রশাসক মো. আজিজুল আলম জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে র্দুব্যবহার করে কেন্দ্র থেকে বের করে দেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. আজিজুল আলম কিছু না বলে জানান, আপনারা (সাংবাদিকরা) নির্বাচন যেমন দেখেছেন আমিও তাই দেখেছি।

বিডি রিপোর্ট ২৪
———————————————–

[ad#bottom]

Leave a Reply