জাতীয়তাবাদী দল—বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ জানিয়েছেন, মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর ও শেখ মুজিব সিটি নির্মাণ চায় না দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল-বিএনপি। বিমানবন্দর নির্মাণ প্রতিরোধে চলমান আন্দোলনের পক্ষে প্রকাশ্যেই অবস্থান নেবে বিএনপি। তাছাড়া আন্দোলনকারীদের পাশে থেকে সুস্পষ্ট দাবি নিয়ে বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করবে বিএনপি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে প্রশ্ন করে বলেছেন, হিংসার জ্বালায়, প্রতিহিংসাপরায়ণ হয়ে যে বিমানবন্দর বানাচ্ছেন, সেই বিমান কি চিবিয়ে চিবিয়ে খাবে আড়িয়ল বিলের অনাহারী-অর্ধাহারী মানুষ। বিমান দেখে কি হতদরিদ্র ওই মানুষগুলোর পেট ভরবে। মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলার ডাকবাংলো চত্বরে গতকাল সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল ৪ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। শ্রীনগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী শামীম ইমাম সাচ্চুর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির নেতা সফি বিক্রমপুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী, তাজুল ইসলাম।
[ad#bottom]
Leave a Reply