আড়িয়ল বিল রক্ষার দাবিতে গ্রামে গ্রামে বিক্ষোভ, সমাবেশ

‘আড়িয়ল বিল আমাদের শস্যভান্ডার। এ বিল ধ্বংস হলে লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হবে। রক্ত দিয়ে হলেও এ বিলকে রক্ষা করব।’ একজন বক্তা কথাগুলো মাইকে বলার সঙ্গে সঙ্গে সমবেত কয়েক হাজার নারী-পুরুষ একযোগে চিৎকার দিয়ে ওঠে। তাদের হাতে ছিল লাঠি, দা, ঝাড়ু ও জুতা।

এভাবেই তারা বিল রক্ষার শপথ নেয় গতকাল শুক্রবার বেলা তিনটায় মুন্সিনগর মডেল উচ্চবিদ্যালয় মাঠের সমাবেশে।

সমাবেশে বক্তারা বলেন, বিমানবন্দর করার মাধ্যমে এই বিল ধ্বংস করা হলে লাখ লাখ মানুষের জীবন-জীবিকা বিপন্ন হবে। তারা এই বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বদলানোর জন্য সরকারের প্রতি দাবি জানায়।

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে বিল রক্ষা কমিটির উদ্যোগে মুন্সিনগর, মরিচপট্টি ও মোসলেমহাটি গ্রামের হাজার হাজার নারী-পুরুষ বিক্ষোভ সমাবেশ করে।

জুমার নামাজের পর পর বিভিন্ন গ্রাম থেকে জনতা বিক্ষোভ মিছিল নিয়ে মুন্সিনগর উচ্চবিদ্যালয় মাঠে সমবেত হতে থাকে। বেলা তিনটায় আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।
নবাবগঞ্জের আড়িয়ল বিল রক্ষার দাবিতে গতকাল শত শত নারী-পুরুষ বিক্ষোভ প্রদর্শন করেন। ছবিটি নবাবগঞ্জের মরিচপট্টি গ্রাম থেকে তোলা

সমাবেশে আড়িয়ল বিল রক্ষা কমিটির সদস্যসচিব জিয়াউর রহমান বলেন, ‘মায়ের দুধ পান করে যেমন সন্তান বড় হয়, তেমনি এ বিলের উৎপাদিত ফসল খেয়ে এলাকার মানুষ বড় হয়েছে। এ বিল রক্ষা করতে বুকের রক্ত দিয়ে হলেও আন্দোলন চালিয়ে যাব। সরকার পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে জনগণের আন্দোলন দমাতে পারবে না।
মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন খান বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে স্বার্থান্বেষী মহল প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে আড়িয়ল বিলে জাতির জনকের নামে বিমানবন্দর নির্মাণের পাঁয়তারা করছে।’ তিনি বলেন, পুলিশ দিয়ে পিটিয়ে, মামলা দিয়ে এই জনতাকে দমানো যাবে না।

সমাবেশে ইমান আলী মেম্বার, মজিবর মেম্বার, আফরোজা খানম, আবদুল খালেক, আবদুল মজিদ মাস্টার, আবু সাঈদ, আবদুর রশীদ, সুবেদ আলী প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা গত ২৭ জানুয়ারি গালিমপুর বাজারে বিক্ষোভের সময় গাড়ি ভাঙচুরের মামলায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

প্রায় একই সময় বিল এলাকার বিভিন্ন গ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মরিচপট্টি গ্রামে কয়েক শ নারী রাস্তায় বেরিয়ে বিক্ষোভ মিছিল করে।

বিকেল চারটার দিকে নবাবগঞ্জ উপজেলার মোসলেমহাটিতে বিল রক্ষার দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল হয়। গোবিন্দপুর, মোসলেমহাটি, শংকরখালী, সোনাতলা ও পাইকশা গ্রাম থেকে কয়েক হাজার নারী-পুরুষ ব্যানার এবং বিলের জমি থেকে তুলে আনা সরিষা, পেঁয়াজ, রসুন, ধান ও গমের ছড়া হাতে মিছিল নিয়ে মোসলেমহাটি বাজারে সমবেত হয়।

বিক্ষোভকারীরা নবাবগঞ্জের স্থানীয় সাংসদ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান এবং শ্রীনগরের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তাঁদের কুশপুত্তলিকা দাহ করে।

[ad#bottom]

Leave a Reply