প্রয়াত ঔপন্যাসিক হুমায়ুন আজাদের বহুল আলোচিত উপন্যাস ‘পাক সার জমিন সারবাদ’ নিয়ে মঞ্চ নাটক হচ্ছে। নাটকটি মঞ্চে আনতে যাচ্ছে নাট্যদল তীরন্দাজ। তারা উপন্যাসটি নিয়ে কাজ শুরু করেছে। নাটকটি নির্দেশনা দিচ্ছেন দীপক সুমন। দল সূত্রে জানা গেছে, নিয়মিত নাটকের রিহার্সেলও হচ্ছে। তবে নাটকের নাম কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। উপন্যাসের নাম থেকেই নাম রাখার সম্ভাবনা রয়েছে। তবে বিকল্প ভালো নাম যদি পাওয়া যায় তাহলে চিন্তা করা হবে। জানা গেছে, মাস দুয়েকের মধ্যে শিল্পকলা একাডেমীতে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটির নির্দেশক দীপক সুমন এ প্রসঙ্গে বলেন, ‘আমরা জানি, নাটক সব সময় সমাজ এবং সময়ের কথা বলে। আর এ নাটকটি আমরা মঞ্চে আনছি সামাজিক দায়িত্ববোধ থেকে। এটি বক্তব্যধর্মী একটি নাটক।’
উদ্বোধনী মঞ্চায়নের তারিখ ও নাটকের নাম এখনো চূড়ান্ত না হলেও মহড়াকক্ষে নিয়মিত চলছে এর মহড়া।
বাংলাদেশ প্রতিদিন
[ad#bottom]
Leave a Reply