প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, আড়িয়ল বিলে সংঘর্ষে একটি বিশেষ দলের ইন্ধন রয়েছে। সোমবার রাতে রাজারবাগ পুলিশ লাইনে সংঘর্ষে নিহত পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমানের জানাযা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিল রক্ষা কমিটির ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশ-জনতার দিনভর সংঘর্ষে আরও শতাধিক আহত হয়।
এইচ টি ইমাম বলেন, ‘মানববন্ধনের কথা বলে এভাবে অস্ত্র শস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা পূর্বপরিকল্পনা ছাড়া সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আড়িয়ল বিল নিয়ে পরিকল্পিতভাবে ওই এলাকার জনগণকে ভুল বোঝানো হচ্ছে। এ বিলে বিমানবন্দর নির্মাণ পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে।’
তিনি আরও বলেন, ‘আগের দিন রাতে দেশের বিভিন স্থান থেকে বহিরাগতদের ওই এলাকায় জড়ো করা হয়েছিল। আর তাদের দিয়েই এ ঘটনা ঘটানো হয়েছে।’
এর আগে রাজারবাগ পুলিশ লাইন জামে মসজিদের সামনে নিহত পুলিশ সদস্যের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজীর আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাযায় অংশ নেন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
[ad#bottom]
Leave a Reply