মুন্সীগঞ্জের শ্রীনগরে সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলার পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
শ্রীনগরে সোমবারের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার প্রতিটিতে ৬-৭ হাজার জনকে আসামি করেছে পুলিশ। সংঘর্ষের সময় পুলিশের খোয়া যাওয়া চারটি শটগানের মধ্যে একটি উদ্ধার হয়েছে বলে এর আগে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছিলেন।
মামলার পরপরই আসামিদের গ্রেপ্তারে শ্রীনগরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।
র্যাবের মুন্সীগঞ্জ ফাঁড়ির কমান্ডার মিলন মাহমুদ সাংবাদিকদের জানান, বাড়ৈখালী, আলমপুর, লস্করপুর ও ষোলঘর এলাকায় রাতে অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রগুলো জানায়, গ্রেপ্তার এড়াতে ওই এলাকার অধিকাংশ পুরুষ গাঢাকা দিয়েছে।
আড়িয়াল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় সংঘর্ষে মতিউর রহমান নামে এক পুলিশ উপপরিদর্শকও নিহত হন। আহত হয় অর্ধশত।
পুলিশ নিহতের ঘটনায় মামলার বাদি হয়েছেন শ্রীনগর থানার উপপরিদর্শক মোহাম্মদ ফরিদ, ছনবাড়ি এলাকায় পুলিশের ওপর হামলার মামলায় বাদি হয়েছেন থানার পরিদর্শক আব্দুল কুদ্দুস এবং হাসাড়া ফাঁড়িতে আগুন দেওয়ার মামলায় বাদি হয়েছেন ওই ফাঁড়ির সহাকারী উপপরিদর্শক আতাউর রহমান।
প্রতিটি মামলায় আসামির সংখ্যা ৬ থেকে ৭ হাজার বলা হয়েছে। স্থানীয় সংগঠন ‘আড়িয়াল বিল রক্ষা কমিটি’র আহ্বায়ক শাজাহান বাদলকে তিনটি মামলায়ই প্রধান আসামি করা হয়েছে বলে ওসি জানান।
[ad#bottom]
Leave a Reply