পুরুষশূন্য আড়িয়ল বিল এলাকায় মারমুখী পুলিশ

কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ নিয়ে সহিংস ঘটনায় সোমবার রাতে দায়ের করা ৩ মামলায় প্রতিটিতে ৬ থেকে ৭ হাজার লোককে আসামি করা হয়েছে। তারা সবাই আড়িয়ল বিল এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, দায়ের করা ৩ মামলার মধ্যে পুলিশ নিহত হওয়ার মামলায় বাদি শ্রীনগর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ফরিদ, ছরবাড়ি এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনার মামলার বাদি থানার পরিদর্শক আব্দুল কুদ্দুস এবং হাঁসাড়া ফাঁড়িতে আগুন দেয়ার ঘটনার মামলায় বাদি ওই ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আতাউর রহমান। আড়িয়ল বিল রক্ষা কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা শাহজাহান বাদলকে প্রতিটি মামলায় প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন।

এদিকে ঢাকা-মাওয়া মহাসড়কে সোমবার অবরোধ চলাকালে পুলিশের লুট হওয়া ৪টি শর্টগানের মধ্যে একটি উদ্ধার করা হয়েছে। আড়িয়ল বিলের রুদ্রপাড়া গ্রাম থেকে এটি উদ্ধার করা হয়। বাকি ৩টি এখনো উদ্ধার করা যায়নি।

অপরদিকে সোমবার রাত থেকেই তলব করা বিপুল সংখ্যক আর্মড পুলিশ শ্রীনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। গতকাল অভিযানের পাশাপাশি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে টহল ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। আড়িয়ল বিলের বিভিন্ন গ্রামে সোমবার রাত থেকে চলছে আর্মড পুলিশের মারমুখী অভিযান। তারা বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি তল্লাশি চালায়। নারী পুরুষ ও বৃদ্ধা যাকেই পাচ্ছে তাকেই পেটাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আর্মড পুলিশের মারমুখী আচরণে ঢাকা ও মুন্সীগঞ্জের সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না। পুলিশের লাঠিপেটায় বৈশাখী টেলিভিশন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা আহত হয়েছেন। এ সময় বৈশাখী টেলিভিশনের ক্যামেড়া ভেঙে ফেলেন আর্মড পুলিশ। আর অভিযান চালিয়ে ১০ থেকে ১২ বিলবাসীকে গ্রেপ্তার করে।

আহত দৈনিক সমকালের মুন্সীগঞ্জ প্রতিনিধি মামুনুর রশীদ জানান, সংবাদ সংগ্রহে আড়িয়ল বিলের গ্রামে যাওয়ার জন্য মহাসড়কের হাঁসাড়া স্ট্যান্ডে পৌঁছলেন উত্তেজিত আর্মড পুলিশ সাংবাদিকদের ওপর লাঠিচার্জ শুরু করেন। এতে সমকালের স্টাফ রিপোর্টার রাশেদসহ বিভিন্ন গণমাধ্যমের ৭/৮ জন সাংবাদিক ও ক্যামেরাম্যান আহত হন। এ সময় তারা বৈশাখী টেলিভিশনের ক্যামেরা ভেঙে ফেলে। অপর আহত সাংবাদিকরা জানান, ১৫/২০টি রিকশায় করে আর্মড পুলিশ আড়িয়ল বিলের বিভিন্ন গ্রামের বাড়িগুলোতে গিয়ে মহিলা, বৃদ্ধাসহ যাকেই পাচ্ছে তাকেই পেটাচ্ছে। গ্রামবাসী জানায়, সোমবার রাতে গ্রেপ্তার অভিযান চলাকালে বাঢ়ৈখালী ইউনিয়নের লস্করপুর গ্রামের শেখ বাড়িতে গিয়ে পুলিশ বেশ কয়েকটি ঘরের দরজা ভেঙে মহিলাদের মারধর করে। এতে অনু বেগম, পারুল, শিল্পী, দুলাল, মসজিদের ইমাম নুরুল ইসলাম মাদবরসহ ১০/১২ জন আহত হয়েছেন। লস্করপুরের মতো মদনখালী, মরিচপট্টিসহ একাধিক গ্রামে পুলিশের মারমুখী আচরণের অভিযোগ করেছে স্থানীয়রা।

শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন পুলিশের মারমুখী আচরণের অভিযোগ অস্বীকার করে জানান, গ্রেপ্তার অভিযান চলছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের সংখ্যা কত তা তিনি বলেননি।

[ad#bottom]

Leave a Reply