মুন্সীগঞ্জে আহত পুলিশদের জন্য চিকিৎসক দল

মুন্সীগঞ্জে সোমবার সংঘর্ষকালে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক দল গঠন করেছে। সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ মাহবুবুল আলমকে সভাপতি করে মঙ্গলবার সাত সদস্যের এই দল গঠন করা হয়।

মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আবুল হাসেম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই হাসপাতালে চার পুলিশ সদস্য ভর্তি রয়েছেন। তাদের সুষ্ঠু চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের প্রধানকে নিয়ে এই দল করা হয়েছে।”

আহত চার পুলিশ সদস্য হলেন, শাহাব উদ্দিন (৫০), আবদুল হক (৩৮), গাজীউল ইসলাম (৪০) ও আলীম (২৮)।

এদের মধ্যে আবদুল হকের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

[ad#bottom]

Leave a Reply