আড়িয়ল বিলের ঘটনায় পুলিশ দায়ী নয় : সংসদে সাহারা

‘সরকারের নানা উন্নয়য়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে একটি মহল সক্রিয়। আড়িয়ল বিলের ঘটনা এরই একটি অংশ। সেখানে বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কে যে ঘটনা ঘটেছে, তা অনাকাক্সিত ও উদ্দেশ্যপ্রণোদিত। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আড়িয়ল বিল রক্ষায় ওইদিন ঢাকা-মাওয়া সড়কে এলাকাবাসীর মানববন্ধনে পুলিশ কোনো বাধাই দেয়নি। এ ঘটনার জন্য পুলিশ কোনোভাবেই দায়ী নয়। বরং ওই সময় পুলিশ জনগণকে সহযোগিতা করতে চেয়েছিল। কিন্তু একটি মহল রাস্তায় অস্ত্র নিয়ে জনগণের নাম করে রাস্তায় ব্যারিকেড দেয়। হাসাড়া পুলিশ ফাঁড়িতে তারাই আগুন ধরিয়ে দেয়। পুলিশ নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের জন্যই নিবেদিত ছিল। তাদের দায়িত্ব পালনে বাধা এলেও তারা মারমুখী কোনো আচরণ করেনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য সরকার তৎপর রয়েছে।’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

[ad#bottom]

Leave a Reply