মুন্সীগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। এছাড়া আরো দু’জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। বুধবার মুন্সীগঞ্জের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক আবুল হাসনাত এ আদেশ দেন।
সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকালে এদের আদালতে হাজির করে ৯ জনের ৫ দিন হেফাজতের আবেদন করা হয়।
এ ঘটনায় মামলা হয়েছে চারটি। দারোগা ফরিদের দায়ের করা পুলিশ হত্যা মামলায় এই ২০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাটি থানায় নথিভুক্ত হয়েছে।
হেফাজতে নেওয়া হয়েছে- রাশেদ হোসেন, মো. জাহাঙ্গীর, মো. শুকুর শেখ, মোজাম্মেল, আলমগীর হোসেন মুন্না, মিল্লাদ ও জায়েদুল ইসলাম কাজলকে।
জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হবে সাব্বির ও এসহাককে।
পরে আদালত বাকি ১১ জনসহ সবাইকে জেল হাজতে পাঠায়।
পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ হেফাজতে অনেক তথ্য বেরিয়ে আসবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে বিকাল ৪টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকা থেকে বিএনপি একটি বিক্ষেভ মিছিল বের করে।
জেলা বিএনপি সভাপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের নেতৃত্বে মিছিলটি শহরের পুরনো বাসস্ট্যান্ডে পথসভা করে। এতে বক্তব্য রাখেন আব্দুল হাই, আতোয়ার হোসেন বাবুল, তোতা মিয়া প্রমুখ।
আড়িয়াল বিলের উপকণ্ঠের গ্রামগুলোতে এলাকাবাসী এখনো উদ্বগের মধ্যে রয়েছে। গ্রামগুলোতে পুরুষের সংখ্যা কম। রাতে অনেকেই ঘরে থাকছে না।
হাসাড়া-বাড়ৈখালী সড়কে অন্তত ১০টি পয়েন্ট গাছ ফেলে অবরোধ দিয়েছে এলাকার লোকজন। গ্রামে ঢোকার সড়কগুলোতে চেকপোস্ট তৈরি করে মেয়েদের পাহারায় বসিয়েছে। চেকপোস্ট পর্যন্ত বাইরের কেউ এলেই সবাইকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, আলমপুর, লস্করপুর, বাড়ৈখালী, মদনখালীসহ আশপাশের গ্রামগুলোতে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রামগুলোতে মাঝেমধ্যে বিক্ষোভ চলছে।
সোমবারে অবরোধের নামে গ্রেপ্তারকৃতরা পুলিশের উপর হামলাসহ ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল বলে জানান শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন।
সোমবার পুলিশের খোয়া যাওয়া তিনটি অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে ওসি জানিয়েছেন। সেদিন মোট চারটি অস্ত্র খোয়া গিয়েছিলো। তবে পরদিন একটি উদ্ধার হয়।
আড়িয়াল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় সংঘর্ষে মতিউর রহমান নামে এক পুলিশ উপপরিদর্শক নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত।
ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে তিনটি মামলা করে। এছাড়া মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বাদি হয়ে আদালতে বিএনপি চেয়ারপারসনকে প্রধান আসামি করে আরেকটি মামলা করে।
চারটি মামলায় মোট ২১ হাজার জনকে আসামি করা হয়েছে।
[ad#bottom]
Leave a Reply