অযথা গ্রামবাসীদের হয়রানি করা হবে না

শ্রীনগরে সুধী সমাবেশ ডিআইজি
মোহাম্মদ সেলিমঃ ‘কাউকে অযথা হয়রানি করা হবে না’ বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর থানায় সুধী সমাবেশে ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি আসাদুজ্জামান মিয়া একথা বলেছেন। স্থানীয় প্রশাসন ও গন্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে এই সুধী সমাবেশে ডিআইজি বলেন, বিমান বন্দর নির্মাণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা অনভিপ্রেত। জনগনের সম্পত্তি রক্ষা করার জন্য জনতা আন্দোলন করতেই পারে। কিন্তু সেজন্য পুলিশ খুনসহ মহাসড়ক বন্ধ করে জ্বালাও পোড়াও ও অস্ত্র লুটের প্রয়োজন ছিল না। পুলিশ যথেষ্ট ধর্য্যরে পরিচয় দিয়েছে। পুলিশ যে জনগণের বন্ধু তা পুলিশ জীবন দিয়ে প্রমান করেছে। মামলার নামে হাজার হাজার নিরীহ জনগনকে কোন মতেই হয়রানির শিকার হতে হবে না বলে তিনি মতবিনিময় সভায় সকলকে আশ্বস্ত করেন।

তিনি বলেন, আইনের উর্ধ্বে কেউ নয়। যারা পুলিশ খুন, অস্ত্র লুট ও ফাঁড়িতে আগুন দিয়েছে তাদেরকে অবশ্যই সাজা পেতে হবে।

‘প্রধানমন্ত্রী ইতিমধ্যে জনগনের মতের বিরুদ্ধে বিমানবন্দর করবেন না’ জানিয়েছেন, তাই আর যেনো কোন পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে সকলকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.লতিফ মোল্লা, দুই ভাইস চেয়ারম্যান সেলিম ভূইয়াও রানু আক্তার, সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন, শ্রীনগর প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, বীরতারা ও ষোলঘর ইউপি চেয়ারম্যানসহ নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।

[ad#bottom]

Leave a Reply