সাগুফতা ইয়াসমীন এমিলি
জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, কু প্ররোচনায় আড়িয়াল বিলবাসী নিজের পায়ে নিজেরা কুড়াল মেরেছে। পাশপাশি এতে অপূরনীয় ক্ষতি হয়েছে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসী তথা গোটা দেশের। ভূগৌলিক কারণে এখানে আধুনিক এই বিমানবন্দর হলে সুফল পেত গোটা দেশবাসী। এই অঞ্চল হতো রাজধানীর ন্যায় মূল্য বানিজ্যকেন্দ্র, মানুষের জীবনযাত্রার মানের বৈপ্লবিক পরিবর্তন ঘটতো। আড়িয়ালবিলে বিমানবন্দর করতে বাঁধা ও উস্কানি দিয়ে বিএনপি এই অঞ্চলের মানুষকে বঞ্চিত করছে।
শুক্রবার সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলার কামারখারা স্বর্ণগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে মিলন হাওলাদার ফাউন্ডেশন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। কানাডা প্রবাসী মিলন হাওলাদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জগলুল হালদার ভুতু, আমির হোসেন, বেলায়েত হোসেন, শেখ সুলতান আহম্মেদ, আমিনুল ইসলাম শাহিন প্রমুখ । পরে তিনি দুস্থদের মাঝে ১১টি সেলাই মেশিন, ৪টি নতুন রিক্সা, ২বান টিন এবং ১১ বস্তা চাল, ১১ গ্যালন তেল, ৩৩ কেজি ডাল বিতরণ করেন। পরে এই অনুষ্ঠানে ফকির আলমগীর ও সিপ্রা পোদ্দারসহ দেশ বরণ্যে শিল্পীরা সুরের মুর্ছনায় ভাসিয়ে তুলেন পদ্মা তীরের এই এলাকা। এর আগে অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুরে ও বালিগাঁও এবং লৌহজং উপজেলার তেউটিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন।
[ad#bottom]
Prothom thekei ei bimanbondor brehottor Faridpurer kothao korar siddhanto newa chilo // Sobai chillachilli korbe ei bole ze sob kichui keno faridpur hobe ? tai lok dekhanor jonno Munshigonj ke target kore /pranhani soho bepok khotir por siddhanto bodol kore ekhon vinnyo kothao bole loker chokh ke onnotro soranor britha chesta / zekhane korukna keno sekhankar lokjon badha dibei /Karon ei muhurte biman bondor theke aro onek kaj ache zeguli kora khubee joruree