৪টি ব্যারিকেট সরিয়ে ২কিলোমিটার ভেতরে ঢুকেছেন নিরাপত্তা ছাড়াই জেলা প্রশাসক আড়িয়াল বিলের উপকণ্ঠের গ্রামগুলোতে প্রথমবারের মত পরিদর্শনে গেছেন
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. আজিজুল আলম রবিবার দুপুরে আড়িয়াল বিলের উপকণ্ঠের গ্রামগুলোতে পরিদর্শনে গেছেন। সোমবারের সহিংসতার পর কোন সরকারি কর্মকর্তার এই প্রথম সেখানে প্রবেশ। তাঁর সাথে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম মাফুজুল হক, শ্রীনগর উপজেলা শিক্ষা অফিসার অফিসার রফিকুল ইসলাম এবং গাড়ি চালক । তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মীও রেখে গেছেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা বেলা ২টায় জানান, হাসাড়া কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করে বেলা সাড়ে ১২টার দিকে তিনি রওনা হন। হাসাড়া-বাড়ৈখালী সড়ক দিয়ে তার গাড়িটি প্রবেশ করছে। তিনি বেলা ২টায় আলমপুর এলাকায় অবস্থান করছিলেন। সেখানে গ্রামবাসীদের সাথে মতবিনিময় করছেন। এ পর্যন্ত যেতে তার ৪টি ব্যরিকেট অপসারণ করতে হয়। পুলিশরে গ্রামে প্রবেশ ঠেকাতে গ্রামবাসীরা এই সড়কটিতে মঙ্গলবার থেকে গাছের গুড়ি ফেলাসহ বিভিন্নভাবে ব্যরিকেট সৃষ্টি করে রেখে ছিলেন। জেলা প্রশাসকের আগমনে খবরে এলাকার মানুষ ভিতি কাটিয়ে তার সামনে এসে কথা বলেন। ধৈর্য্য সহকারে জেলা প্রশাসক গ্রামের নারী পুরুষের কথা শুনেন। এর আগে আলমপুরের মসজিদের মাইকে জেলা প্রশাসকের আগমন এবং গ্রামবাসীদের সাথে তাঁর কতা বলার ইচ্ছার কথা ঘোষণা করা হয়।
জেলা প্রশাসকদের সাথে এলাকার জন প্রতিনিধি এবং নেতৃস্থানীয়ারও যুক্ত হয়েছেন।
হাসাড়া থেকে আলমপুরের দূরত্ব ২ কিলোমিটার। তাদের বাড়ৈখালী পৌছতে আরও ৬ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এই পথেরে পাশেই গ্রামের পর গ্রাম। প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টেই জেলা প্রশাসক গ্রামবাসীদের সাথে কথা বলবেন বলে জানাগেছে।
এই অঞ্চলের গুরুত্বপূর্ণ এবং গ্রামগুলোর সাথে উপজেলা সদরের একমাত্র সড়কটি বন্ধ থাকায় স্বাভাবিক জবীনযাত্রা মারত্মকভাবে ব্যহত হচ্ছিল। বিভিন্নভাবে বলার পরও তা সরানো হচ্ছিল না। তাই জেলা প্রশসক নিজেই সেখানে গেছেন মানুষের ভীতি কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে নিতে।
ইউএনও জানান, তিনি হাসাড়া পয়েন্টে রয়েছেন। গ্রামবাসীরা পুলিশ দেখলে ক্ষুব্ধ হয়, তাই সঙ্গে কোন পুলিশ বা নিরাপত্তাকর্মী এমনকি জেলা প্রশসকের ব্যক্তিগত দেহরক্ষীকেও সঙ্গে নেননি।
[ad#bottom]
Leave a Reply