শ্রীনগরে সহিংস ঘটনায় পুলিশের ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে তদন্ত চলছে। পুলিশ হেড কোয়াটারের ৩ সদস্যের একটি টিম আজ বৃহস্পতিবার দিনভর তদন্ত কার্যক্রম চালিয়েছেন। তদন্তকালীন সময়ে তারা সাংবাদিকসহ ১০ জনের সাক্ষ্য নিয়েছেন।
পুলিশের ঢাকাস্থ হেড কোয়াটারের ডিআইজি (প্রশাসন) আমীর উদ্দিন, স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ও এ আইজি (কল্যান) মো. আমিনুল ইসলাম সরেজমিনে ঘটনার তদন্তে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঘটনাস্থলে গিয়েছিলেন। এ সময় তারা পুলিশের কর্মকাণ্ড নিয়ে তথ্য সংগ্রহ করেন।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ বন্ধের দাবিতে আড়িয়ল বিলবাসী ঢাকা-মাওয়া মহাসড়কে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় বিলবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশের এসআই নিহত, হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
[ad#bottom]
Leave a Reply