শিল্পমন্ত্রী দিলীপ বড়-য়া বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক রফতানির বৃহত্তর স্বার্থে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় প্রায় তিনশ’ একর জমির ওপর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিবি) গার্মেন্টস শিল্প পার্ক স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছ। প্রকল্পটির বাস্তবায়নের সময়কাল ধরা হয়েছে ২০১১ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বৃহস্পতিবার জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ তথ্য পরিবেশন করেন। সালমা ইসলামের পৃথক এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, দেশের বিদ্যুৎ সংকট নিরসনে ও ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে সরকার এ খাতকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে। ২০২০-২০২১ সালের মধ্যে প্রায় ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিভিন্ন কর্মসূচির আওতায় আগামী ২০১৬ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য গ্যাস সংকটকে বিবেচনায় রেখে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ স্থাপনের পাশাপাশি তরল জ্বালানি, কয়লা, ডুয়েল ফুয়েল, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে মোট প্রায় ১৫ হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই পরিকল্পনার পাশাপাশি আন্তঃদেশীয় সহযোগিতার মাধ্যমে প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানিসহ পুরনো বিদ্যুৎ কেন্দ সংস্কার ও পুনর্বাস করে বিদ্যুৎ উৎপাদন এবং ডিমান্ড সাইট ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের কার্যক্রম নেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, এ পরিকল্পনার আওতায় সরকারি ও বেসরকারি খাতে ২০১০ সালে ৭৭৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে চালু করা হয়েছে। ২০১১ সালের ২১৯৪ মেগাওয়াট, ২০১২ সালে ২১৫৭ মেগাওয়াট, ২০১৩ সালে ২১৭৪ মেগাওয়াট, ২০১৪ সালে ২৩২৩ মেগাওয়াট, ২০১৫ সালে ২৩৫০ মেগাওয়াট ও ১০১৬ সালে ২৮০০ মেগাওয়াটসহ সর্বমোট ১৩ হাজার ৯৯৮ মেগাওয়াট ক্ষমকার বিদ্যুৎ কেন্দ্র চালু করার লক্ষ্যে কার্যক্রম চলছে।
২০১২ সালের শেষদিকে বিদ্যুতের উৎপাদন চাহিদাকে ছাড়িয়ে যাবে। এবং আগামী ২০১৩ সালের মধ্যে দেশ বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং মুক্ত হবে। চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম শহরের বাকুলিয়ার অধিকাংশ এলকায় গ্যাস সযোগ বিদ্যমান রয়েছে। তবে বাকুলিয়ার কিছু এলাকায় গ্রাহকদের আবেদন না থাকায় ইতিপূর্বে গ্যাস সংযোগ দেয়া যায়নি। পর্যায়ক্রমে গ্যাস সংযোগবিহীন এলাকায় গ্যাস সংযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মো. শহীদুজ্জামান সরকারের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগামী গ্রীষ্ম মৌসুমে চাহিদা বৃদ্ধির কারণে দেশে বিদ্যুতের ঘাটতি হবে দেড় হাজার মেগাওয়াট। আগামী বছরের শেষদিকে উৎপাদন চাহিদাকে ছাড়িয়ে যাবে। আর ২০১৩ সালের মধ্যে দেশ বিদ্যুৎ ঘাটতি ও লোড শেডিংমুক্ত হবে। এছাড়া দেশে দিনে গ্যাসের ঘাটতি হচ্ছে ৫০০ মিলিয়ন ঘনফুট। তিনি আরও বলেন, চলতি বছরের শেষ পর্যন্ত সরকারি খাতে ৮৫১, বেসরকারি খাতে রেন্টাল ১০৫ এবং কুইক রেন্টালে এক হাজার ২৩৮ মেগাওয়াটসহ দুই হাজার ১৯৪ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জুনাইদ আহমেদ পলকের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি ফেব্র“য়ারি মাসে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা পাঁচ হাজার ৬০০ মেগাওয়াটের বিপরীতে গ্যাস সংকটের কারণে গড় বিদ্যুৎ উৎপাদন তিন হাজার ৮০০ থেকে চার হাজার মেগাওয়াট। বর্তমানে ঘাটতি কিছুটা কম। তবে গ্রীষ্ম মৌসুমে চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ঘাটতি হবে দেড় হাজার মেগাওয়াট। বেগম মেহের আফরোজ চুমকির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের বিদ্যুৎ সংকট নিরসন ও ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে উন্নয়নের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে। কাজী কেরামত আলীর প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন বোরো মৌসুমে সেচ পাম্পগুলোতে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত অধিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। যে কোন সেচ পাম্পে যখন বিদ্যুৎ দেয়া হবে তা যেন কমপক্ষে একটানা দুই ঘণ্টা চালু থাকে সে ব্যবস্থা নেয়া হবে। মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত দেশে আবিষ্কৃত গ্যাসক্ষেত্র হচ্ছে ২৩টি। এসব গ্যাসক্ষেত্রের সম্ভাব্য ও প্রমাণিত উত্তোলনযোগ্য মোট মজুদ ২২ দশমিক ৩৪ টিসিএফ। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ক্রমপুঞ্জিত মোট ৯ দশমিক ৯৭ টিএসএফ গ্যাস উৎপাদন করা হয়েছে। অবশিষ্ট গ্যাস মজুদের পরিমাণ হচ্ছে ১২ দশমিক ৪৭ টিসিএফ। তিনি আরও বলেন, দিনে গ্যাসের উৎপাদন দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুট না হওয়া পর্যন্ত সিলেট অঞ্চল ছাড়া দেশে সব ধরনের নতুন সংযোগ বন্ধ রাখা হয়েছে। এছাড়া দিনে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সমপরিমাণ এলএনজি আমদানির লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাতারের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এবিএম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে দিনে গ্যাসের চাহিদা হচ্ছে আড়াই হাজার মিলিয়ন ঘনফুট। আর উৎপাদনের পরিমাণ হচ্ছে দিনে দুই হাজার মিলিয়ন ঘনফুট। মোছাম্মৎ ফরিদা আখতারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে ১৩ হাজার ৮৮৬ মেগাওয়াট ক্ষমতার তাপভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আগামী ২০১৬ সালের মধ্যে স্থাপনের লক্ষ্যে কার্যক্রম চলছে। এর জন্য ব্যয় হবে ২০ মিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যে ৬ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের নিশ্চয়তা পাওয়া গেছে। সাধনা হালদারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা ও বাগেরহাটে শহরে গ্যাস সরবরাহের জন্য প্রকল্পের কাজ বাস্তবায়নাধীন রয়েছে। তবে নিকট-ভবিষ্যতে পিরোজপুরসহ পার্শ্ববর্তী জেলা শহরগুলোতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিকল্পনা সরকারের রয়েছে।
এইচএম গোলাম রেজার প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বর্তমান সময় পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিতরণ অঞ্চলে ১০ লাখ ৯৭ হাজার ১০৮টি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এডিবি মৌখিকভাবে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ১০ থেকে ২০ মেগাওয়াট ক্ষমতার সোলার থারমাল পাওয়ার প্লান্ট স্থাপন করার আগ্রহ প্রকাশ করেছে। এএইচএম হামিদুর রহমান আযাদের এক প্রশ্নের জবাবে বলেন, চলতি অর্থবছর বিদেশ থেকে সার আমদানিতে প্রায় ৫ হাজার ৫ কোটি ৯৩ লাখ টাকা ব্যয় হবে। কৃষি সম্প্রসারণ অধিদফতর ২০১০-১১ অর্থবছরের জন্য ৪৭ দশমিক ৬ লাখ টন সারের চাহিদা নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, সারের মধ্যে ইউরিয়ার চাহিদা সর্বোচ্চ ২৮ দশমিক ৩১ লাখ টন, টিএসপি ৫ দশমিক ৬০ লাখ টন, এমওপি ৪ দশমিক ৯০ লাখ টন, ডিএপি ৩ দশমিক ৮০ লাখ টন, এনপিকেএস ১ দশমিক ৬০ লাখ টন এবং জিপসাম ১ দশমিক ৩০ লাখ টন। এর মধ্যে বিসিআইসি কারখানায় চলতি বছর সার উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে : ইউরিয়া ১১ দশমিক ৯০ লাখ টন, টিএসপি দশমিক ৬৩ লাখ টন এবং ডিএপি ১ দশমিক ১০ লাখ টন। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় চাহিদা পূরণে সার আমদানি করবে সরকার। এর মধ্যে ৬ লাখ টন ইউরিয়া কাফকো বাংলাদেশ, কাতার, আবুধাবি ও সৌদি আরব থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ৬ লাখ টন এবং আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মাধ্যমে চীন থেকে ৪ দশমিক ৮১ লাখ টন আমদানি করার পরিকল্পনা রয়েছে। তবে কাফকো ও রাষ্ট্রীয় চুক্তির আওতায় সার কম প্রাপ্তির সম্ভাবনা থাকায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চীন থেকে ৪ দশমিক ৮১ লাখ টনের স্থলে ৮ লাখ টন সার আমদানির সরকারি অনুমোদন পাওয়া গেছে। মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, গার্মেন্টসসহ অন্যান্য শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের আবাসন সুবিধা সৃষ্টির লক্ষ্যে শ্রম পরিদফতর নারায়ণগঞ্জের চাষাঢ়া, রাজধানীর তেজগাঁও এবং টঙ্গীতে দশ তলাবিশিষ্ট হোস্টেল ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, গার্মেন্টস শিল্পে গত নভেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ইউএনএফপি’র অর্থায়নে ৪৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার ভেজাল প্রতিরোধে বদ্ধপরিকর। ২০০৯-’১০ অর্থবছর এবং চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বিএসটিআই ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনকারী ২ হাজার ২৪৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা দায়ের করে ৬ কোটি ১৮ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ৭৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জাহিদ মালেকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে বিএসটিআইর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত জোট সরকারের আমলে মোট ২৭টি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেয়া হয়েছিল। এর মধ্যে ৪টি প্রতিষ্ঠান শেয়ার অফলোডিংয়ের মাধ্যমে বেসরকারিকরণ করা হয়েছিল। গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে তিনি বলেন, শিল্প মন্ত্রণালয় নিয়ন্ত্রিত বিসিআইসির ১৮টি, বিএইসির ১৪টি এবং বিএসএফআইসির ১৭টিসহ মোট ৪৯টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে বিসিআইসির ৫টি এবং বিএসইসির ৫টিসহ মোট ১০টি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিআইসির নিয়ন্ত্রণাধীনে বর্তমানে দেশে পর্যায়ক্রমে ৩টি নতুন ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলো হচ্ছে : শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প, ভোলা ফার্টিলাইজার প্রকল্প এবং সিরাজগঞ্জে নর্থ ওয়েস্ট ফার্টিলাইজার প্রকল্প। তার অপর এক প্রশ্নের জবাবে কিছু সংরক্ষিত খাত ব্যতীত সব ধরনের শিল্প বেসরকারি উদ্যোগে স্থাপন উš§ুক্ত রয়েছে। বর্তমান সরকার জাতীয় শিল্পনীতি ২০১০-এ কোল্ড স্টোরেজকে অগ্রাধিকার খাতের কৃষিভিত্তিক শিল্প খাতের আওতাভুক্ত করেছে। চয়ন ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিল্পনীতিতে শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিনিয়োগ-বান্ধব করে বিনিয়োগের নতুন দ্বার উšে§াচনের মাধ্যমে শিল্প ও বিনিয়োগ নীতিমালাকে উদার করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও একই নীতিমালা অনুসরণ করা হবে। তবে কোন মুক্তিযোদ্ধা শিল্প-কারখানা স্থাপন করতে আগ্রহী হলে এসএমই ফাউন্ডেশন ও বিসিকের মাধ্যমে পরামর্শ সেবা প্রদান করা হবে।
[ad#bottom]
Leave a Reply