ইউপি নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের ৫টি ইউনিয়নের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে সভা করেছে জেলা বিএনপি। আজ শনিবার শহরস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই উপস্থিত ছিলেন।
এ সময় চরাঞ্চলের ৫টি ইউনিয়নের তৃনমূল পর্যায়ে নেতাকর্মীরা তাদের বক্তব্যে দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন। এছাড়া মোল্লাকান্দি ইউনিয়নে ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের বিষয়টি আলোচনায় উঠে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের কি করণীয় ও দলীয় সমর্থিত প্রার্থীকে কিভাবে জয়ী করা যায় তা নিয়েও নানা পরিকল্পনা করা হয়। পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি করার ওপর জোর দেয়া হয়। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[ad#bottom]
Leave a Reply