মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন সাইজগাঁও দক্ষিণখান গ্রামে শনিবার ভোররাতে সশস্ত্র ডাকাতদের বোমা হামলায় আহত হয়েছেন বোলতলি ইউপি সদস্য রুবিনা বেগম (৪৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান হাতে বোমার আঘাত লেগেছে। ডাকাতেরা ওই ইউপি সদস্যের বাড়ি থেকে এক ভরি সোনা, নগদ ২২ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়।
আহত রুবিনা হাসপাতালে জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। সশস্ত্র ডাকাতেরা বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং বাড়ির লোকজনকে মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
লৌহজং থানার ওসি অপারেশন সুব্রত কুমার সাহা শীর্ষ নিউজ ডটকমকে জানান, সশস্ত্র ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে তিনি জানান। এদিকে এই ডাকাতির ঘটনায় থানায় মামলা রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
[ad#bottom]
Leave a Reply