শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘ওষুধ শিল্পের উন্নয়নে মুন্সীগঞ্জে ওষুধ শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে।’ তিনি বলেন, ‘বর্তমান বিশ্বে একশ বিলিয়ন মার্কিন ডলারের জেনেরিক ফার্মাসিটিক্যাল পোডাক্টের বাজার রয়েছে। বাংলাদেশ ইচ্ছা করেলে এর দশ বিলিয়ন মার্কিন ডলারের বাজার নিতে পারে।’ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওষুধ শিল্পের বিশ্বায়নের আন্তজার্তিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দ্রুত মানসম্পন্ন ওষুধ উৎপাদনে আমাদের মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে ওষুধ শিল্পের উন্নয়নে শিল্প মন্ত্রণালয় উদ্যোক্তাদের নীতি সমর্থন ও লজিস্টিক সাপোর্ট দিয়ে যাবে।’
অনুষ্ঠানে সভাতিত্ব করেন এশিয়া প্যাসিফিক কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারপারসন হালিম গুনুওয়ান। বক্তব্য রাখেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির প্রমুখ।
দু’দিন ব্যাপী এ সম্মেলন শেষ হবে সোমবার।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
[ad#bottom]
Leave a Reply