মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে মঙ্গলবার রাতে পর্নোগ্রাফির ২ হাজার ২৫০ পিস সিডিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে- আনোয়ার হোসেন, আলামিন ও আব্দুল আজিজ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার গভীর রাতে র্যাব-১১ এর একটি টিম উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ৩টি ভিডিও সিডির দোকানে অভিযান চালায়।
এ সময় তারা দোকানগুলো থেকে সিডিসহ বিভিন্ন ছায়াছবি ও পর্নোগ্রাফির ২ হাজার ২৫০টি ভিডিও সিডি উদ্ধার করে। পরে দোকানের কম্পিউটার জব্দ ও দোকান মালিক আনোয়ার হোসেন, আলামিন ও আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়।
রাতেই তাদের গজারিয়া থানা পুলিশে হস্তান্তর করে মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
[ad#bottom]
Leave a Reply