দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক শাহিন কাওসারের মামা হাজী মো. সাইজুদ্দিন বেপারী (৮০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকালে মুন্সীগঞ্জের পাখির মোড় নামক স্থানে একটি বাস চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরে ঢাকা মেডিকেলে আনার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউসিয়া গ্রামে। পিতার নাম আয়েত আলী বেপারী। হাজী মো. সাইজুদ্দিন ৫ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। গতকাল বাদ এশা জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
[ad#bottom]
Leave a Reply