গজারিয়ায় নির্বাচনী প্রচারণায় সরকার দলীয় এমপি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোসাইচর গ্রামে গতকাল সরকারদলীয় স্থানীয় এমপি আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন। এ নিয়ে গজারিয়া উপজেলার আ’লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা গুঞ্জন বইছে। জানা গেছে, জেলা ও উপজেলা আ’লীগ নেতাদের উপেক্ষা করে সম্প্রতি আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা শফিউল্লাহকে গজারিয়া উপজেলার গোসাইচর ইউনিয়নের আ’লীগের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এম ইদ্রিস আলী। আসন্ন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রচারণা শুরু করতে গতকাল সকালে গোসাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা শফিউল্লাহ।

Leave a Reply