গজারিয়ার হোসেন্দি ইউনিয়নে আওয়ামী লীগসমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠুসহ অর্ধশত ব্যক্তিকে জড়িয়ে মামলা করা হয়েছে। গতকাল এ মামলা করা হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গত ২২ই এপ্রিল হোসেন্দি বাজারে চেয়ারম্যান প্রার্থী মো. আরিফ হোসেনের সমর্থকদের ওপর আরেক প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থকরা হামলা চালালে ২৫ জন আহত হয়। এ সময় বিক্ষোভকারীরা বাজারে বেশ ক’টি দোকান ভাঙচুর করে। এ ঘটনায় মো. আরিফ হোসেনের ভাই হারুন অর রশিদ বাদী হয়ে গজারিয়া থানার অর্ধশত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। ফের হামলার ভয়ে আতঙ্কে আছে এলাকাবাসী।
Leave a Reply