গজারিয়ায় ধর্ষককে জুতাপেটা

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক গৃহবধূ ধর্ষণের ঘটনায় ধর্ষকের ২৫ হাজার টাকা জরিমানা ও জুতাপেটা করেছেন মাতব্বররা। শুক্রবার স্থানীয় গ্রাম্য মাতব্বররা উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামের দক্ষিণ পাড়ায় এক সালিশ বৈঠকে এ রায় দেয়।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে এক গৃহবধূ প্রতিবেশী সাহাবুদ্দিন মিয়ার কাছে টাকা ধার চাইতে গেলে সে ধর্ষণের শিকার হয়। এতে শুক্রবার স্থানীয় গ্রাম্য মাতব্বররা ধর্ষণের অভিযোগে মৃত. জোহর আলীর ছেলে সাহাবুদ্দিনকে (৪৭) ২৫ হাজার টাকা জরিমানা ও জুতাপেটা করার রায় দেন। সালিশে উপস্থিত মালেক গফি, শান্তি মিয়া ও বাছেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, ধর্ষক প্রভাবশালী হওয়ায় স্ত্রীর ধর্ষণের বিচার চেয়ে সিএনজিচালক আবুল থানায় মামলা করতে পারেনি।

এ বিষয়ে বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মান্নান দেওয়ান জানান, ধর্ষণের ঘটনায় সালিশের বিষয়টি তিনি ২ দিন পরে শুনেছেন।

এ প্রসঙ্গে গজারিয়া থানার ওসি মো. আরজু মিয়া আজ রোববার সন্ধ্যায় জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

[ad#bottom]

Leave a Reply